Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,২১অক্টোবর,২০১৯ঃ এনআরসি বা নাগরিকপঞ্জিকরণের চূড়ান্ত তালিকা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে।

স্পষ্ট ভাষায় তিনি সবাইকে আশ্বাস দিয়ে বলেন, এখানে এনআরসি হতে দেব না। আমি আপনাদের পাহারাদার। একটা মানুষকেও বাংলা থেকে যেতে দেব না।

উত্তরবঙ্গে এবার লোকসভা নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করে তৃণমূল কংগ্রেস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে উত্তরবঙ্গে তার লড়াই চালিয়ে যাবেন, তা আরও একবার স্পষ্ট করলেন।

জনসভায় মমতা জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে তার সরকার ছিল। আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এনআরসি নিয়ে কুচবিহার, আলিপুরদুয়ারের একাংশ রাজবংশীদের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

আসামে রাজবংশীদের (হিন্দু) নামই সবচেয়ে বেশি বাদ পড়েছে বলে এদিন আরও একবার মনে করিয়ে দেন তিনি।

শুধু এনআরসি নয়, নাগরিকত্ব সংশোধনী বিলও যে তৃণমূল কংগ্রেস কোনোমতে সমর্থন করবে না, তাও স্পষ্ট করে দেন মমতা।

তৃণমূল নেত্রী বলেন, মানুষের মধ্যে ভেদাভেদ কোনোভাবেই বরদাশত করা হবে না। এই যে আমি মমতা ব্যানার্জি।

আমি যদি বলি শুধু ব্যানার্জি থাকবে আর কেউ থাকবে না! এটি আমি ভাবতেই পারি না। বরং ব্যানার্জি চলে যাক। মানুষ থাকুক। এটিই আমি চাই।

প্রসঙ্গত এনআরসিকে হাতিয়ার করেই তৃণমূলের বেশ কিছু ভোট টেনেছিল বিজেপি। কিন্তু আসামে চূড়ান্ত তালিকা ঘোষণা হওয়ার পর দেখা গেল বেশ কিছু জায়গায় বুমেরাং হয়ে গেছে এনআরসি। আর তাই ফের এনআরসিকেই হাতিয়ার করতে চাইছেন মমতা।