হোটেলের ২৪টি মডিউল থাকবে, নাগরদোলার মতো ঘুরবে হোটেলের প্রতিটি মডিউল। এই ঘূর্ণনের জেরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে। যার ফলে পৃথিবীর মতোই হোটেলের ভিতর ঘুরে বেড়াতে পারবেন সবাই।
আগামী ২০২৭ সালের মধ্যে হোটেলটি চালু করা হবে। একসাথে ১০০ জন অতিথি থাকতে পারবে হোটেলে।
২৪টি মডিউলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের সজ্জা। ওই মডিউল গুলিতে থাকবে রেস্তরা, জিম, বার, কনসার্টের জায়গা, সিনেমা হল সব রকম বিনোদনের ব্যবস্থা।