Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২৪অক্টোবর,২০১৯ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্রিকেটারদের নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন।

কাদের বলেন, আমার সঙ্গে সাকিব আল হাসানেরও কথা হয়েছে, এই সমাধানে তিনি সন্তুষ্ট।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে ধর্মঘটের পর অচলাবস্থার অবসান হওয়ায় ক্রিকেটপ্রেমী গোটা দেশের মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিসিবিতেও শুদ্ধি অভিযান চালানো উচিত বলে যে দাবি উঠেছে তা নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন। ওই মন্ত্রণালয়ের নিজস্ব বিষয় রয়েছে। আর ক্রিকেটের একটা বোর্ড রয়েছে, সেই বোর্ডই ক্রিকেটের বিষয়গুলো নিয়ে তদারকি করে। যেটা ঘটে গেছে সেটার সমাধানটা হয়েছে শান্তিপূর্ণ, সম্মানজনক।

কাদের বলেন, কিছুদিন পরই ভারতে আমাদের টেস্ট আছে, টি-২০ আছে। এ সময় ক্রিকেটারদের ধর্মঘট অনেকের মনেই আশঙ্কা ছিল, অস্বস্তি ছিল। কাজেই দেরিতে হলেও বিষয়টি সমাধান হয়েছে।

ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ট সম্পর্ক মন্তব্য করেন তিনি বলেন, যেকোনো সমস্যা তারা তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীকে জানান, তিনি সমাধান করবেন। যেহেতু এখানে একটি সমস্যা হয়েছে, কার কতটা দোষ, কোনো প্রকার অশুভ উদ্দেশ্য কারও আছে কিনা, সে বিষয় ‍খুঁজে দেখা হচ্ছে।