এখন মধ্য কার্তিক। ক’দিন বাদেই প্রকৃতিতে বেজে উঠবে শীতের আগমনী সুর। এমন সময় অকাল বৃষ্টি সিক্ত করছে ইট-কাঠের নগরীকে।
খেয়ালি প্রকৃতির এমন আচরণে আগাম শীতের আমেজ রাজধানীজুড়ে।
আবহাওয়া অফিস বলছে বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও শীত আসতে অনেক দেরি এখনো। দু’একদিনের মধ্যই মেঘ কেটে যাবে। প্রকৃতি ফিরবে আপন রূপে।
সাপ্তাহিক ছুটির দিনে অফিস ও স্কুলের চাপ না থাকায় বৃষ্টিতে তেমন একটা ভোগান্তি পোহাতে হয়নি রাজধানীবাসীকে