Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,২৬অক্টোবর,২০১৯ঃ হেমন্তের বৃষ্টি নাগরিক মনে এনেছে প্রশান্তি। নগরবাসী হিম হিম আমেজ উপভোগ করলেও আবহাওয়া অফিস বলছে, কালকের মধ্যেই কমে যেতে পারে বৃষ্টি। আর রোদের দেখা মিলতে পারে পরশু।
এখন মধ্য কার্তিক। ক’দিন বাদেই প্রকৃতিতে বেজে উঠবে শীতের আগমনী সুর। এমন সময় অকাল বৃষ্টি সিক্ত করছে ইট-কাঠের নগরীকে।

খেয়ালি প্রকৃতির এমন আচরণে আগাম শীতের আমেজ রাজধানীজুড়ে।

আবহাওয়া অফিস বলছে বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও শীত আসতে অনেক দেরি এখনো। দু’একদিনের মধ্যই মেঘ কেটে যাবে। প্রকৃতি ফিরবে আপন রূপে।

সাপ্তাহিক ছুটির দিনে অফিস ও স্কুলের চাপ না থাকায় বৃষ্টিতে তেমন একটা ভোগান্তি পোহাতে হয়নি রাজধানীবাসীকে