Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,২৬অক্টোবর,২০১৯ঃ বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকদের ওপর লাঠি চার্জের প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় এক যোগে ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শনিবার সকাল ১১ টা থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত স্ব-স্ব বিদ্যালয়ে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। বাগাতিপাড়া উপজেলার আন্দোলন কমিটির সদস্য সচিব বজলারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৩ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ছিল।

সেখানে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে। এঘটনায় সারাদেশের ন্যায় বাগাতিপাড়া উপজেলার ৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানায়।