Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,২৬অক্টোবর,২০১৯ঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খবরের কাগজে বেরিয়েছে আওয়ামী লীগের আমলে ৩৪-৩৫ জন হত্যাকারীরা যাদের ফাঁসি হয়েছে তারা রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছেন।অর্থাৎ হত্যকারাীরা সরকারের কাছ থেকে প্রটেকশন পায়।

শনিবার (২৬ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা দেখেছি, সরকারের সোনার ছেলেরা অপরাধ করলে সেই অপরাধকে প্রোটেকশন দেয়া হয়। নাটোরের নুর হোসেন বাবুর হত্যাকারীদের বিচার হয়নি, নাটারের রানার হত্যাকারীদের ফাঁসি হয়েছিলো- কিন্তু তারা রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছেন।

রিজভী বলেন, বিশ্বজিতকে যারা হত্যা করেছে তাদেরও কিন্তু কিছু হয়নি। একের পর এক খুন, একের পর এক হত্যা, এই হত্যার সাথে এই সরকার দলীয় যারা জড়িত তারা কোনো না কোনোভাবে রেহাই পেয়ে যাচ্ছে।

রিজভী বলেন, আজকে হঠাৎ করে টাকার খনি, ডলারের খনি, ক্যাসিনোর খনি- ১০ বছর কিছুই হলো না তাহলে এখন হচ্ছে কেনো? এ নিয়ে জনমনে বড় বড় প্রশ্ন দেখা দিয়েছে। আমরা বলতে চাই, দুর্নীতি করা নিশ্চয়ই অপরাধ। আর সবচাইতে বড় দুনীর্তি হচ্ছে জনগনকে ধোঁকা দিয়ে ভোটাধিকার কেড়ে নেয়া।

তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে না আনলে আরও আবরার ফাহাদ হত্যাকাণ্ডের শিকার হবে। আপনাদের (সরকার) মনের মধ্যে যদি এতই পরিবর্তন হতো, তাহলে আবরার হত্যাকণ্ডের পর গোটা জাতি যেভাবে শোকে মুহ্যমান হয়েছে, তারপর মনে হয়েছিল সরকার বোধ হয় তার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিভৃত করবে। কিন্তু ঘটনার কয়েক দিন পরই তারা ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আক্রমণ করে রক্তাক্ত করেছে।