Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,২৬অক্টোবর,২০১৯ঃ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম এবার সিনেমা জগতে নিজের নাম লেখাচ্ছেন। তবে শুধু তিনি একা নন, স্ত্রীকেও সঙ্গে নিয়েছেন এই ক্রিকেটার।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, এরই মধ্যে অভিনয়ে সম্মতি জানিয়ে চুক্তি সই করেছেন ওয়াসিম আকরাম ও তার স্ত্রী শানিয়েরা।

রুপালি পর্দায় একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে ওয়াসিম-শানিয়েরাকে। চিত্র পরিচালক ফয়জল কুরেশির ছবিতে সস্ত্রীক দেখা যাবে ওয়াসিম আকরামকে।

ফয়জল কুরেশি দীর্ঘদিন বিজ্ঞাপন জগতে কাজ করলেও, তার এই ছবির মাধ্যমে চলচ্চিত্র নির্দেশক হিসেবে হাতেখড়ি হতে চলেছে। সিনেমার নাম ‘মানি ব্যাক গ্যারান্টি’। আপাদমস্তক কমেডি ছবি এটি।

পরিচালকের দাবি, এই সিনেমা দেখে হাসতে হাসতে দম ফাটবে।

আরও জানা গেছে, ফয়জল কুরেশি নিজেই সিনেমার চিত্রনাট্য লিখেছেন। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে ফাওয়াদ খানকে। আছেন অভিনেতা মিকাল জুলফিকারও।

এদিকে সামনে নভেম্বরেই শ্যুটিং শুরু হওয়ার কথা এই দম্পতির। মাহিরা খানকেও এই ছবিতে রাখতে চাইছেন পরিচালক। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এর আগেও ফয়জলের সঙ্গে কাজ করেছেন আকরাম। তার বানানো টিভি বিজ্ঞাপনে দেখা গেছে আকরামকে।