লেবাননের বাসিন্দা ওয়াফা মোহম্মদ আওয়াদ। সিডন শহরের এক বড় হাসপাতালের দরজার সামনে ভিক্ষা করেন। এক নার্স জানালেন, গত ১০ বছর ধরে একইভাবে হাসপাতালের প্রবেশদ্বারে বসে ভিক্ষে করছেন তিনি। তাকে ভিক্ষুক হিসেবেই চেনেন এলাকার মানুষ।জানা গেছে, তার ব্যংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রয়েছে, টাকার হিসাবে তার পরিমাণ ৬.৩৭ কোটি টাকা।