Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,২৬অক্টোবর,২০১৯ঃ হাসপাতালের সামনে ভিক্ষা করেন। সেই নারী ভিক্ষুকের ব্যাংক একাউন্টে সঞ্চয়ের পরিমাণ জানলে অবাক হবেন। অবাক হয়েছিলেন ব্যাংকের কর্মীরাও।
নিজের অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে ব্যাংকে গিয়েছিলেন ওই নারী। কিন্তু তিনি ট্রান্সফারের জন্য চেকে যে অংকটি লিখলেন, সেই পরিমাণ টাকাই ছিল না ব্যাংকে। হতবাক হয়ে যান ব্যাংকের কর্মীরা। ভাইরাল হয়ে যায় সেই চেক।

লেবাননের বাসিন্দা ওয়াফা মোহম্মদ আওয়াদ। সিডন শহরের এক বড় হাসপাতালের দরজার সামনে ভিক্ষা করেন। এক নার্স জানালেন, গত ১০ বছর ধরে একইভাবে হাসপাতালের প্রবেশদ্বারে বসে ভিক্ষে করছেন তিনি। তাকে ভিক্ষুক হিসেবেই চেনেন এলাকার মানুষ।জানা গেছে, তার ব্যংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রয়েছে, টাকার হিসাবে তার পরিমাণ ৬.৩৭ কোটি টাকা।