Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,২৬অক্টোবর,২০১৯ঃ ঝিনাইদহে জেলা কারাগারে নন্দ কুমার দাস (৪৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। সে জেলার কালীগঞ্জ উপজেলা কুল্লাপাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, একটি ডাকাতি মামলায় আদালত গত ২২ অক্টোবর তাকে জেল হাজতে প্রেরণ করেন। আজ শনিবার সকালে হঠাৎ সে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে যোগ করেন জেলার নিজাম উদ্দীন।