Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,২৯অক্টোবর,২০১৯ঃ বায়ু দূষণ রোধ করার জন্য বাংলাদেশের বর্তমান সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার এম.পি.। আজ ২৯ অক্টোবর ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চলমান এনভার্নমেন্টালি সাসটেইনেবল ট্রান্সপোর্ট ইন এশিয়া’র আন্তর্জাতিক সম্মেলনের ২য় দিনে সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। উপমন্ত্রী বলেন, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে যানবাহনের কালো ধোঁয়া নিঃসরণ কমিয়ে আমাদের পরিবেশের বিপর্যয় রোধ করতে হবে। এ জন্য আন্তঃদেশীয় যোগাযোগ ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। তিনি বলেন, পরিবেশ বিপর্যয় রোধে পরিবেশ বান্ধব যানবাহনের কোনো বিকল্প নেই।

সম্মেলনে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, জাপান, লাউস, মংগোলিয়া, ফিলিপাইন, চীন, কাজাখস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনে উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলে আরো রয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির।