Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,৩০অক্টোবর,২০১৯ঃ তোফাজ্জল হোসেন : গতকাল বুধবার বিকেলে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এক আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভারতের জলপাইগুড়ির গ্রীণল্যান্ড ডুয়ারস ভেটেরান্স ক্লাব ও বাংলাদেশের নরসিংদী সোনালী অতীত ফুটবল ক্লাবের মধ্যকার এই প্রীতি ম্যাচটিতে নরসিংদী জেলা সোনালী অতীত ক্লাব ১-০ গোলে গ্রীণল্যান্ড ডুয়ারস ভেটেরান্স ক্লাবকে পরাজিত করে।
নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ ম্যাচটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদীর মাঠে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সংবাদ শুনে দুপুর থেকেই ফুটবল প্রেমিক দর্শকরা উপস্থিতিতে স্টেডিয়ামের সকল গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হয়।
অধিনায়ক নাজমুল হাসান ডিসেন্টের নেতৃত্বে নরসিংদী সোনালী অতীত ফুটবল ক্লাব বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। জলপাইগুড়ি গ্রীণল্যান্ড ডুয়ারসভেটেরান্স ক্লাব দু-একটা সুযোগ পেলেও তারা সুবিধা করতে পারেনি। অপরদিকে সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়রা মুহুমুহু আক্রমণ করে বেশ কয়েকটি সুযোগ নষ্টেরপর ৬০ মিনিটের খেলায় শেষ মুহুর্তে তাইজুল এর গোলে জয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ট্রফি ও মেডেল বিতরণ করেন।
খেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, সদর ইউএনও এ এইচ এম জামেরী হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূঁইয়া, ডিএফ’র সভাপতি মিজানুর রহমান চৌধুরী, স্বঘোষিত জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদিন।