খােলাবাজার ২৪,বুধবার,৩০অক্টোবর,২০১৯ঃবানারীপাড়া প্রতিনিধিঃ ফিজিক্যাল একটিভিটি, হেল্থ ডায়েট এন্ড লাইভ স্টাইল বিষয়ক- প্রাথমিক ও মাধ্যমিক শ্ক্ষিকদের অংশ গ্রহনে এক দিনের কর্মশালা বুধবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম কবীর হাসান। মেডিকেল টেকনোলজিস্ট( ইপিআই) আঃ কাদেরের সঞ্চালনায় ৫০জন অংশ গ্রহনকারীদের মধ্যে আলোচনায় অংশ নেন, শিক্ষক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, আরএমও ডাঃ লুৎফুল আজিজ, মেডিকেল অফিসার ডাঃ সামস ই সোনিয়া, ডাঃ সালমা জাহান, শিক্ষক কে এম সফিকুলআলম জুয়েল, নাজমুন্নাহার প্রমূখ।