Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৩১অক্টোবর,২০১৯ঃ পাকিস্তানে একটি ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন যাত্রী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

বৃহস্পতিবার দেশটির লিয়াকতপুর শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা কমিশনার রাহিম ইয়ার খান।

দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি তেজগাম থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। তখন এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেখানে সকালের নাস্তা তৈরিতে এক ব্যক্তি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।