Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৩১অক্টোবর,২০১৯ঃ  গত আগস্ট মাসে জার্মানির রস্টক শহরে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর শোকাহতরা স্থানীয় একটি রেস্তোরাঁয় জড়ো হয়েছিলেন। সেখানে তাদের ভুল করে গাঁজা মেশানো কেক খাওয়ানো হয়। এতে অন্তত ১৩ জন অসুস্থ হয়ে পড়েছিলেন।

মঙ্গলবার পুলিশ জানায়, গত আগস্ট মাসের এই ঘটনায় সদ্য বিধবা হওয়া নারীও অসুস্থ হয়ে পড়েন। আহতদের মধ্যে একজনকে রেস্তোরাঁ থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

জানা যায়, অতিথিদের জন্য কেক তৈরি করে রেখেছিলেন রেস্টুরেন্টের বেকারি বিভাগের প্রধানের ১৮ বছর বয়সী মেয়ে। সেই কেক তৈরির পাশাপাশি ঐ মেয়ে নিজের জন্যও গাঁজা মেশানো একটি কেক তৈরি করে রেখেছিলেন। এরপর শোকার্তরা যখন রেস্টুরেন্টে যান তখন ঐ মেয়ের বাবা মেয়ের সঙ্গে কথা না বলে ফ্রিজ থেকে গাঁজার কেকটি বের করে অতিথিদের মাঝে পরিবেশন করেন।

ঐ মেয়ের বিরুদ্ধে এখন তদন্ত চলছে।