খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৩১অক্টোবর,২০১৯ঃ চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে চট্টগ্রাম ক্লাবে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ম্যানেজারবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন ঘোষণা করেন ও দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ তারিকুল আজম পূর্নাঙ্গ সেশনে বিস্তৃতভাবে ব্যবসায়িক পর্যালোচনা ও ঋণ আদায়ের ব্যাপারে নানাদিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি অ্যান্ড হেড অব ল’ অ্যান্ড রিকভারি ডিভিশন জনাব ফিরোজ আলম, ভিপি ও চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জনাব মোঃ জাহিদ হাসান, ভিপি মোঃ আবু হেনা নাজিম উদ্দিনসহ ব্যাংকের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। সভায় ব্যাংকের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০১৯ সালের জন্য নির্ধারিত বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়।