Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার,০১নভেম্বর ,২০১৯ঃ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে সরকারি ছুটির দিনেও অনির্দিষ্টকালের জন্য ডাকা সর্বাত্মক ধর্মঘট ও অবরোধের ৬ষ্ঠ দিন চলছে।

শুক্রবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে রাখেন।

এতে করে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব সাপ্তাহিক ও সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা। অবরোধের কারণে কোনও শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করতে পারেনি।

টানা এ অবরোধে গত ছয় দিন যাবত বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।