Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,০২নভেম্বর,২০১৯ঃ যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে, কন্যা সন্তানের জন্য পাত্র খুঁজেন বাবা-মা। ভালো পাত্র দেখে নিজের মেয়েকে তুলে দিতে পারলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। তবে এবার ঘটলো সম্পূর্ণ ভিন্ন ঘটনা।

এক মায়ের জন্য একজন সুদর্শন পাত্র খুঁজতে বিজ্ঞাপন দিয়েছেন এক তরুণী! বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টুইটারে মায়ের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে সেখানে পাত্রের সন্ধান চাওয়া হয়।
জানা গেছে ওই তরুণীর নাম আস্থা ভারমা। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্রী তিনি।

টুইটারে তিনি লিখেছেন, আমার প্রিয় মায়ের জন্য ৫০ বছর বয়সী হ্যান্ডসাম পুরুষ খুঁজছি! পাত্রকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে, কখনোই মদ্যপান করা যাবে না এবং সুপ্রতিষ্ঠিত হতে হবে।

এদিকে ওই ছাত্রীর দেয়া মায়ের জন্য পাত্র খোঁজার পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
পোস্টটি দেখে মেয়েটির সাহসের প্রশংসাও করেছেন অনেকে। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। তার কাছ থেকে জানতে চেয়েছেন, মায়ের পাত্র খুঁজতে কোনো ঘটক বা বিবাহ-এজেন্সির কাছে যাননি কেন?

জবাবে আস্থা জানিয়েছেন, তারা গিয়েছিলেন। কিন্তু আশানুরূপ ফল মেলেনি। তাই, বাধ্য হয়েই টুইটারের শরণাপন্ন হতে হয়েছে।