খােলাবাজার ২৪,শনিবার,০২নভেম্বর,২০১৯ঃতোফাজ্জল হোসেনঃ নরসিংদীতে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই বিষয়কে প্রতিপাদ্যকে সারা দেশের মত নরসিংদী সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে নরসিংদী সমবায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য র্যালী শেষে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এর পর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নরসিংদী জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এডভোকেট নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকতা আফরোজা খাতুন। সদর উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক ও প্রশিক্ষক তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া, সমবায় ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান,সাবেক সভাপতি চৌধুরী মোঃ ইয়াহিয়া,আলহাজ্ব নুরুল ইসলাম,অনুষ্ঠানের সমন্বয়ক সদর উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক,সমবায়ী আনোয়ার হোসেন,জয়দেব বর্মণ, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সমবায়ী আবু রায়হান,ডাঃ আলাল,সমবায়ী ও বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান,সমবায়ী মোঃ ওবায়দুর রহমান,বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন ভূঞা নয়ন,ফয়সাল বিন ইসলাম,সামসুল আলম আনসারী প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন দেশের আর্থসামাজিক উন্নতির জন্য জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের জন্ম দিয়েছেন। আলোচনা সভার পর শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার লাভ করেন ভাগদী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃএর মোঃ ফরহাদ খান।বিশিষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কার গ্রহণ করেন আশার প্রদীপ মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লি” এর ডাঃ মোঃ আলাউদ্দিন সোহান,যমুনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর এম এ রায়হান, পাথ ফাইন্ডার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মোঃ আনোয়ার হোসেন। । এ ছাড়া শ্রেষ্ঠ সমিতির পুরস্কার লাভ করেন বড়িবাড়ি হিন্দু কোÑঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,আলগী তন্তুবায় সমবায় সমিতি লিঃ,জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ, মাতৃভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত সকলের হাতে পুরস্কারের ক্রেষ্ট তুলে দিয়ে অভিনন্দিত করেন।