
এদিকে তার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে ভোলেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে চার্মিং ব্রাদার বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, শাহরুখকে ‘ব্র্যান্ড অ্যাম্বাসডর’ এ রাজ্যের মানুষ গর্বিত।জিনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাহরুখের উদ্দেশে এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। চার্মিং ব্রাদার, তোমার সু-স্বাস্থ্য ও সাফল্য কামনা করি। তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে পেয়ে বাংলার মানুষ গর্বিত। তুমি এভাবেই তোমার সিনেমার মাধ্যমে আমাদের বিনোদন দিতে থাকো। ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তোমার সঙ্গে দেখা হচ্ছে।’