Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার ২৪,রবিবার,০৩নভেম্বর,২০১৯ঃ শোক আর শ্রদ্ধায় পালিত হচ্ছে জেলহত্যা দিবস। দিবসের শুরুতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বনানীতে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ পরিবারের সদস্যরা।

৪৪ বছর আগের সে দিনটি স্মরণে ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রী। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

পরে দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের নিয়ে আবার শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে, ওবায়দুল কাদের বলেন, জাতীয় ৪ নেতার হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের বিষয়টি এখনও আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে, সিদ্ধান্ত হয়নি।

তিনি আরো বলেন, অনেক দেশের বিধানে মৃত্যুদণ্ড নেই। তাই ফাঁসীর আসামি হওয়ায় তাদের ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছে। সরকারীভাবে উচ্চপর্যায়ে আলোচনা চলছে তাদের ফিরিয়ে আনার জন্য।