Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,০৩নভেম্বর,২০১৯ঃইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরাজপুরের ইন্দুরকানীতে জেল হত্যা দিবস উপলক্ষে র‌্যালি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর রবিবার সকালে উপলো আওয়ামিলীগ কার্য্যালয়ের সম্মুখ থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষি শেষে আবার কার্য্যালয় গিয়ে শেষ হয়। পরে শহিদ চার নেতার স্মরণে দোয়া ওমোনাজাত পরিচালনা করেণ ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যডঃ এম মতিউর রহমান, উপহেলা আলীগ সহ- সভাপতি আঃ খালেক গাজী, মাহমুদুল হক দুলাল, উপজেলা আ-লীগ সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, উপজেলা আ-লগি নেতা সাঈদুর রহমান সাঈদ,মাহবুবুল আলম ফকির,উপজেলা তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক বজলুর রহমান মিন্টু, উপজেলা যুব লীগ সভাপতি আঃ রাজ্জাত মাতুব্বর, ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক একরামুল শিকদার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগীর। উপজেলা শ্রমিক লীগ সভাপতি আঃ হাকিম, সিনিয়র শ্রমিক লীগ নেতা আনিচুর রহমান আনিচ, শ্রমিক নেতা মাসুদ পারভেজ,বালিপাড়া ইউনিয়ন ভার প্রাপ্ত যুবলীগ ভার প্রাপ্ত সাধারণ সম্পাদত আঃ রহিম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামিলীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মিগন এই কর্মসুচিতে অংশ গ্রহন করেণ।