Mon. Oct 20th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,০৪নভেম্বর,২০১৯ঃ নভেম্বর ০৩, ২০১৯ তারিখে কক্সবাজার জেলার পেকুয়া’র বারবাকিয়া বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান জনাব আলী নাহিদ খান ও ভিপি জনাব মোঃ ফরিদুর রহমান জালাল, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অধ্যক্ষ এ এইচ এম বদিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আবু হুরাইরা, বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ ওয়াহিদুর রহমান ওয়ারেসি, বিশিষ্ট সমাজসেবক জনাব ইকবাল হোসেন, পেকুয়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আনোয়ারুল আলমসহ অন্যান্য শাখা ব্যবস্থাপকগণ এবং এজেন্ট মেসার্স নূর এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী জনাব মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।