Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,০৪নভেম্বর,২০১৯ঃমেহেদী হাসান,জবিঃরাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী ভর্তির কার্যক্রম শুরু হবে আগামী ১১ নভেম্বর থেকে।
চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও ব্যবসায় শিক্ষা অনুষদে ১ম বর্ষ ইউনিট-১ (বিজ্ঞান শাখা), ইউনিট-২ (মানবিক শাখা), ইউনিট-৩ (বাণিজ্য শাখা), বিশেষায়িত ৪টি বিভাগ (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টলিভশন বিভাগ) এবং ইনস্টিটিউটভুক্ত বিভাগসমূহে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আগামী ১১ নভেম্বর-২০১৯ থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও গণ সংযোগ দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম দফা মনোনয়ন প্রাপ্তদর ১১ নভম্বর থক ১৭ নভম্বর এর মধ্য ভর্তি ফি জমা দান ও ১১ নভেম্বর থক ১৮ নভেম্বর এর মধ্য প্রয়াজনীয় সনদপত্রাদি জমা প্রদান করত হবে।
রেজিস্ট্রার গণ মাধ্যমকে জানান, এ বছর ইউনিট-১-এর (বিজ্ঞান শাখা) জন্য ১২ হাজার ৪০০ টাকা, ইউনিট-২-এর (মানবিক শাখা) জন্য ১০ হাজার ৪০০ টাকা, ইউনিট-৩-এর (বাণিজ্য শাখা) জন্য ১০ হাজার ৪০০ টাকা এবং বিশেষায়িত চারটি বিভাগের (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন) জন্য ১২ হাজার ৪০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া পরীক্ষার্থীদের মুঠোফোনে শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে। নির্ধারিত ফি জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের ভর্তির জন্য প্রদর্শিত ফরম পূরণ এবং প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা ফরম, ভর্তি পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদ, নম্বরপত্রসহ প্রত্যেকটির এক কপি করে ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মনোনয়নপ্রাপ্ত বিভাগে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে।একজনের কাগজপত্র কোনো অবস্থাতেই অন্য কেউ জমা দিতে পারবে না। নির্ধারিত তারিখের পর কাগজপত্র জমা নেওয়া হবে না।
রেজিস্ট্রার আরও জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত সনদ ও কাগজপত্র জমা দেওয়া যাবে। শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সনদ ও কাগজপত্র জমা দেওয়া যাবে।
অপেক্ষমান তালিকার ক্ষেত্রে;
আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় দফা মনানয়নপ্রাপ্তদর ২১ নভম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ২১ নভম্বর হত ২৫ নভম্বর পর্যন্ত প্রয়াজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ৩য় দফায় মনােনয়ন প্রাপ্তদের ২৮ নভেম্বর হতে ১লা ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ২৮ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত প্রয়াজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ৪র্থ দফা মনােনয়ন প্রাপ্তদের ৫ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ৫ ডিসেম্বর হতে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রয়াজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ৫ম দফা মনােনয়ন প্রাপ্তদর ১২ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর ভর্তি ফি জমা প্রদান এবং ১২ ডিসেম্বর হতে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রয়াজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে।
কোটায় আবেদন কারীদের ক্ষেত্রে;
ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ ‘মুক্তিযাদ্ধার সন্তান/নাতি-নাতনি’ কােটায় আবেদনকারীদর সাক্ষাৎকার ১৭ ডিসেম্বর এবং অন্যান্য কােটায় আবেদনকারীদের সাক্ষাৎকার ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ডিন অফিস এবং বিভাগসমূহে অনুষ্ঠিত হবে। কােটায় আবদনকারীদের সাক্ষাৎকারের সময় কােটার স্বপক্ষে প্রয়াজনীয় সকল মূল সনদসহ কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। শুক্রবার ও শনিবার সকাল ১০:০০টা থেকে বেলা ১২:০০টা ও বিকাল ৩:০০টা থেকে ৫:০০টা এবং অন্যান্য দিনগুলাতে সকাল ৯:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত সকল সনদসহ কাগজপত্র জমা প্রদান করতে হবে।
মাইগ্রেশন প্রক্রিয়া;
মেধা তালিকা অনুযায়ী প্রাপ্ত বিভাগে ভর্তির পর আসন খালি থাকা ও যােগ্যতা থাকা সাপক্ষে শিক্ষার্থীর বিষয় পছদক্রম ও মেধাক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে (অটাে মাইগ্রেশন) বিষয় পরিবর্তন হবে। অটাে মাইগ্রেশনের যে কােন পর্যায় অথবা মাইগ্রেশন শুরুর পূর্বে কােন শিক্ষার্থী পছদ মতাে বিষয় পেলে এবং সে আর মাইগ্রেশন না চাইলে নির্ধারিত সময়ের মধ্যই মাইগ্রেশন বন্ধের জন্য ডীন অফিসে প্রাপ্ত নির্ধারিত ফরমে আবদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্য সরাসরি ডীন অফিস উপস্থিত হয়ে মাইগ্রেশন বন্ধের আবেদন না করলে পরবর্তীতে আর কােন আবেদন বিবেচনা করা হবে না এবং অটাে মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত বিষয়টিতেই তাকে অধ্যয়ন করতে হবে।
এছাড়াও বিশ্ব বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে এবিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।