খােলাবাজার ২৪,বুধবার,০৬নভেম্বর,২০১৯ঃ মিথিলার রেশ কাটতে না কাটতে এবার থানায় গিয়েছেন মডেল-অভিনেত্রী সুজানা। গতমাসে এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রীর ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তাই নিরাপত্তার জন্য তিনি মিরপুর মডেল থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন। জিডি নম্বর ১৬৪৫।
সুজানা জানান, গত ১৬ অক্টোবর থেকে তিনি তার ফেসবুক আইডির নিয়ন্ত্রণ হারান।
এরপর অনেক চেষ্টা করেও উদ্ধার করতে না পারায় আইডি খোয়া যাওয়ার বিষয়টি থানায় অবহিত করেন।
ফেসবুকের ওই আইডি থেকে বিভ্রান্তিকর কোনো পোস্ট বা ছবি প্রকাশিত হলে ভক্ত ও শুভানুধ্যায়ীদের সেসব এড়িয়ে যেতে বলেছেন সুজানা।
এছাড়া আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে নিজের পুরনো আইডি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দিয়েছেন আরেক অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।