সম্প্রতি একটি বিজ্ঞাপনে ওই বাচ্চাটির সঙ্গে কাজ করেন স্বরা। সন অফ অ্যাবিশ নামের একটি চ্যাট শোতে ওই শিশুশিল্পীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে শিশুটিকে জিজ্ঞাসা করা হয়, তোমার সঙ্গে স্বরার কাজের অভিজ্ঞতা কেমন? তখন সে স্বরা আন্টি বলে ফেলে। এতেই ক্ষেপে যায় স্বরা।
পরে অবশ্য কথা প্রসঙ্গে ওই শোয়ের সঞ্চালক অ্যাবিশ ম্যাথু এবং কুনাল কামরাকে তিনি বলেন, আমি যখন ওই বিজ্ঞাপন করেছিলাম তখন সদ্য ক্যারিয়ার শুরু করেছি। তখন আমার বয়স এরকম ছিল না যে আমাকে আন্টি বলতে হবে। এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।