Tue. Oct 21st, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,০৬নভেম্বর,২০১৯ঃ লাইভ টক শোতে অভিনেত্রী স্বরা ভাস্করকে আন্টি বলে সম্মোধন করায় এক বাচ্চাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছেন তিনি। এ ঘটনার পর তার বিরুদ্ধে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, আইনি অধিকার সুরক্ষা মঞ্চ স্বরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।

সম্প্রতি একটি বিজ্ঞাপনে ওই বাচ্চাটির সঙ্গে কাজ করেন স্বরা। সন অফ অ্যাবিশ নামের একটি চ্যাট শোতে ওই শিশুশিল্পীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে শিশুটিকে জিজ্ঞাসা করা হয়, তোমার সঙ্গে স্বরার কাজের অভিজ্ঞতা কেমন? তখন সে স্বরা আন্টি বলে ফেলে। এতেই ক্ষেপে যায় স্বরা।

পরে অবশ্য কথা প্রসঙ্গে ওই শোয়ের সঞ্চালক অ্যাবিশ ম্যাথু এবং কুনাল কামরাকে তিনি বলেন, আমি যখন ওই বিজ্ঞাপন করেছিলাম তখন সদ্য ক্যারিয়ার শুরু করেছি। তখন আমার বয়স এরকম ছিল না যে আমাকে আন্টি বলতে হবে। এরপরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।