Mon. Oct 20th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,০৬নভেম্বর,২০১৯ঃ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) ভাইস চেয়ারম্যান সদ্য প্রয়াত সাদেক হোসেন খোকাকে সম্মান দেখিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক দিনের ছুটি ঘোষণা করেছে।

এ ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার করপোরেশন কার্যালয় পূর্ণ দিবসের জন্য ছুটি থাকবে বলে জানা যায়।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে মারা যান খোকা। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

এর আগে, কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের মে মাসে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান সাদেক হোসেন খোকা। এরপর থেকে গত সাড়ে পাঁচ বছর ধরে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে অবস্থান করছিলেন। সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন স্ত্রী ইসমত হোসেন।