খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,০৭নভেম্বর,২০১৯ঃ কুষ্টিয়ায় ঘুষ গ্রহণকালে সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এবং অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল দুদকের অভিযানে হাতে নাতে আটক হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হয়ে ঘন্টাব্যাপী চলা দুদকের এই অভিযানে আটকৃতদের তল্লাসী চালিয়ে ঘুষের ১লক্ষ ৪হাজার ৪শত টাকা উদ্ধার করেছে দুদকের অভিযানিক দল। এসময় সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
দুদকের উপ-পরিচালক মো. যাকারিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালনা শেষে সংবাদ মাধ্যমে বলেন, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে যে সদর সাব-রেজিস্ট্রী অফিসে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অবৈধ ভাবে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে।
বিষয়টি দুদক সদর দপ্তরকে অবহিত পূর্বক অভিযানের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে এখানে অভিযানকালে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষ হিসেবে গৃহীত নগদ টাকাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সৌপর্দ করা হবে।