Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার, ০৮নভেম্বর, ২০১৯ঃ রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে বিএসএফ এর গুলিতে সুমন (২৫) নামের এক বাংলাদেশী নিহত হয়েছে। আজ ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। সে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে একজন গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, জেলার মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকা দিয়ে গেল রাতে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সুমন সহ কয়েকজন। ভোরে গরু নিয়ে ফেরার সময় মেইন পিলার ৬০/১৩৩-১৩৪ আর পিলারের মাঝামাঝি এলাকায় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়।গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুমন। নিহতের লাশ পাখিউড়া বিএসএফ ও হাসখালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ফেরত আনার বিষয়ে ও ঘটনার প্রতিবাদ জানাতে বিএসএফ এর কাছে পতাকা বৈঠকের জন্য যোগাযোগের চেষ্টা চলছে।
উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকায় বিএসএফ এর গুলিতে আব্দুর রহিম নামে আরেকজন বাংলাদেশী গরুর রাখাল নিহত হয়েছিল।