Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার, ০৮নভেম্বর, ২০১৯ঃ রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে নতুন মুড়ি পেঁয়াজ। এতে কিছুটা হলেও কমতে শুরু করেছে পুরাতন পেঁয়াজের বাজার দাম। চাষীরা বলছেন, একদিকে যেমন ফলন ভালো অন্যদিকে বাড়তি বাজার চাহিদার কারণে দামও বেশি। এতে লাভবান হচ্ছেন কৃষক। কৃষি কর্মকর্তাদের আশা, এবার দেড়-দুই গুন লাভ গুনতে পারবেন চাষীরা।
পেঁয়াজের ক্ষেতে ব্যস্ত কৃষক। পাতাসহ মুড়ি পেঁয়াজ তুলতে ভোর থেকে ব্যস্ত চাষীরা। বেশ কয়েকদিন ধরে পেঁয়াজের চড়া বাজারদরের কারণে এবার আগেভাগেই তুলতে শুরু করেছেন পাতাসহ পেঁয়াজ। এতে নতুন পেঁয়াজের যেমন বেশি দাম পাচ্ছেন চাষীরা। তেমনি তা পুরান পেঁয়াজের ঝাঁজেও লাগাম পরাতে শুরু করেছে। কমছে বাজার দর।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুন্ডু জানান , এবছর এ উপজেলায় ৭৫ হেক্টর জমিতে মুড়ি পেঁয়াজের চাষ করা হয়েছে । পেঁয়াজের ফলনও ভালো হয়েছে। পাশাপাশি বাড়তি দামের কারণে অন্যান্য বারের তুলনায় বেশি লাভবান হবেন কৃষকেরা।
পেঁয়াজ রোপনের পর তুলতে সময় লাগে ৪৫ দিন। তবে বাড়তি মুনাফার আশায় কেউ কেউ ৩০/৩৫ দিনেই তুলে ফেলছেন পেঁয়াজ।
এছাড়াও এ বছরে ৬৩৫০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা বীজতলায় পেঁয়াজের বীজ ফেলতে শুরু করেছেন।