খােলাবাজার ২৪,মঙ্গলবার,১২নভেম্বর,২০১৯ঃমোস্তাক আহমেদ মনির,সরিষাবাড়ী জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে অভিভাবক সমাবেশে ও প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির মহা সচিব মহিব উদ্দিন চৌধুরির সভাপতিত্তে ও পরিচালক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আলিম, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদিন তারা, সমাজ সেবক আব্দুস ছালাম, পেশ ঈমাম আইয়ুব আলী আনছারী, ইউপি সদস্য মোবারক আলী, সরিষাবাড়ী সাংবাদিক সংস্থার সহ সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, শিক্ষিকা মোর্শেদা আক্তার, সাথী আক্তার, বিদায়ী শিক্ষার্থী নুসরাত জাহান লিসা প্রমুখ।
আলোচনা সভায় অভিভাবকদের মেয়েদের বাল্য বিয়ে না দেয়ার শপদ করানো হয়।