খােলাবাজার ২৪,মঙ্গলবার,১২নভেম্বর,২০১৯ঃআলাউদ্দিন সবুজ,ফেনী জেলা প্রতিনিধিঃ ৫ম সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশীপ ২০১৯’ প্রতিযোগিতায় সিলভার পদকপ্রাপ্ত ফেনীর কারাতে কন্যা মুন্নি আক্তারকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
সিলভার পদক অর্জনের পর ১১ নভেম্বর, সোমবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার তাকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করেন এবং মিষ্টি বিতরণ করেন।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সাধারণ সম্পাদক ইমন-উল হক ইমন সহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার ফেনী এলে শহরের মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ার প্রাঙ্গনে বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সাধারণ সম্পাদক ইমন উল হক, জেলা ক্রিকেট কোচ ও ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রবিন, জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণসম্পাদক জাহাঙ্গীর আলম, গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদান সহ ড্রাগন কারাতে একাডেমীর কর্মকর্তা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে ও সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় ফেনী জেলা ক্রীড়া সংস্থার কারাতে দলের খেলোয়াড় মুন্নি জাতীয় দলের হয়ে অংশ নিয়ে ১৬/১৭ বয়স শ্রেণির কুমিতে (ফাইট) এ সিলভার পদক অর্জন করেন।