Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,১৩নভেম্বর,২০১৯ঃ রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মো. মিলন নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মিলন গাইবান্ধা সদর থানার বালাসিঘাট গ্রামের মো. কাইউম মিয়া ও নিমুরি বেগমের ছেলে।

জানা গেছে, দুপুর সোয়া ২টার সময় যাত্রাবাড়ীর সামাদ মার্কেটের সামনে তুরাগ পরিবহনের একটি বাস মিলনকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। শিশুটির মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।