খােলাবাজার ২৪,শনিবার, ১৬নভেম্বর,২০১৯ঃবানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ারকাঠী গ্রামে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জোর পূর্বক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়াগেছে।এ ব্যাপারে বানারীপাড়া থানায় দুইটি অভিযোগ দেয়া হলেও কোন উপকার না পেয়ে অসহায় তুহিন হাওলাদার মোকাম বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ারকাঠী গ্রামের বলিয়ারকাঠী মৌজার জেএল নং ৬৫,এস এ খতিয়ান নং ১৮.৩৬.৬৫.১১৯.১৩২.হাল দাগ নং ১৭৪.১৭৯.১৮০.১৮১.৪৪৫.২০৪.হাল দাগ নং ১৭৮.১৮২ বিরোধীয় জমিতে মৃত আঃ ছোবহানের ছেলে তুহিন হাওলাদাররা ওয়ারিশ মুলে প্রাপ্ত হইয়া ঘর বাড়ী নির্মান করে বসবাস করে আসছে।বিগত ৯/১০ বছর তুহিন হাওলাদার পেটের তাগিদে খুলনা শহরে থাকিয়া ব্যাবসা বানিজ্য করে আসছে।
এ সুযোগে মৃত কাসেম আলীর ছেলে ফরিদুল ইসলাম ফিকু(৪৫),তার স্ত্রী শাহনাজ বেগম,তার ছেলে রাসেল হাওলাদার,মাসুম হাওলাদার অসৎ উদ্যেশে জোর পুর্বক তুহিনদের রোপিত গাছপালা কেটে বিক্রয় করতে থাকে। এনিয়ে থানায় অভিযোগ করলে কিছুদিন বিরত থাকার পরে পুনরায় গত ৬ নভেম্বর বুধবার বিভিন্ন গাছ কাটিয়া তরিগড়ি করে ঘর নির্মান করে সম্পত্তি দখলে নেয়। ওই সকল ভুমিদস্যুদের বিরুদ্ধে মোকাম বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেন তুহিন হাওলাদার।
প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সু-বিচার পাওয়ার দাবী জানিয়ে অসহায় তুহিন বলেন অত্যান্ত দুর্দান্ত,পরবিত্তলোভী,সন্ত্রাসী ও অসৎ প্রকৃতির ওই সকল লোকেরা আইন কানুন শালিশ মিমাংসার কোন তোয়াক্কা না করে গায়ের বলে বলিয়ান হয়ে আমাদের ও পাশ্ববর্তী লোকদের উপর নির্যাতন ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।এ দিকে গতকাল শুক্রবার ঘটনাস্থলে পুলিশ ও সংবাদকর্মী তদন্তে করতে গেলে তাদের সামনেই শাহনাজ বেগম ও তার ছেলেদের নিয়ে বাদীর উপর হামলা চালায়।এলাকাবাসী জানান এই শাহনাজ বেগমকে নিয়ে সবাই আতংকে রয়েছেন।শাহনাজ বেগম যে কোন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকলের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পরে ও মামলা দায়ের করে বলে সচেতন জানান।