Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,রবিবার,১৭নভেম্বর,২০১৯ঃ গত বছরের মতো এবারও তারকাদের মধ্যে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল।

গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে দেশের সেরা করদাতাদের তালিকায় তার নামও দেখা গেছে। এ বছর সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্সকার্ড দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদের মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৪ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। এই ৭৪ জনের তালিকায় রয়েছেন অনন্ত জলিল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়মিত কর দেয়া আমাদের কর্তব্য। আমি মনে করি যারা দেশকে ভালোবাসেন, দেশের উন্নতি চান, তারা অবশ্যই নিয়মিত কর পরিশোধ করেন।’

এ বছরের সেরা করদাতার তালিকায় তারকাদের মধ্যে আরও রয়েছেন শাকিব খান, মাহফুজ আহমেদ, আবুল হায়াত, মেহের আফরোজ শাওন, জাহিদ হাসান, রুনা লায়লা, তাহসান রহমান খান, মমতাজ, এসডি রুবেল ও রেজওয়ানা চৌধুরী বন্যা।

এদিকে বর্তমানে ব্যবসায়িক কাজের পাশাপাশি নতুন ছবি ‘দিন : দ্য ডে’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অনন্ত জলিল। গত রোজার ঈদের আগে ও পরে বাংলাদেশ এবং ইরানে টানা শুটিং করে এ ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ করেছেন তিনি। চলতি বছরের শেষ নাগাদ বাকি শুটিং তুরস্কে করা হবে বলে জানিয়েছেন তিনি।

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। ছবিতে বরাবরের মতো নায়িকা হিসেবে রয়েছেন বর্ষা।