Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২১নভেম্বর,২০১৯ঃ গোতাবায়া রাজাপাকসে (৭০) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিজের বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন।

এ আগে মাহিন্দা রাজাপাকসে (৭৪) শ্রীলঙ্কার দুইবারের প্রেসিডেন্ট ছিলেন।

প্রশাসনিক গুরুত্বপূর্ণ দুটি পদে দুই ভাইয়ের হাতে গেল। এটিকে অভূতপূর্ব ঘটনা বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

দ্য ইকোনোমিক টাইমস জানায়, গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে দলের ভরাডুবির পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন রনিল বিক্রমাসিংহে। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের ভাইয়ের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

বৃহস্পতিবার মাহিন্দা রাজাপাকসে তার ছোট ভাই গোতায়াবা রাজাপাকসের হাতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন

গত সোমবার গোতায়াবা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বলেছিলেন, আমি দেশের স্বার্থে আমার সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো কার্পণ্য করবো না। আমি নিজের মতো সরকার গঠন করে দেশের স্বার্থে রাজনীতি করবো।

মাহিন্দা রাজাপাকসে প্রেসিডেন্ট থাকাকালীন দেশটির প্রতিরক্ষা প্রধান ছিলেন মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই ও বর্তমান প্রেসিডেন্ট গোতায়াবা রাজাপাকসে।

শ্রীলঙ্কার কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে রাজাপাকস ভাইদের অবদান অনেক। এতে দেশের জনগণের প্রশংসাও কুড়িয়েছে রাজাপাকসে পরিবার।