খােলাবাজার ২৪, শনিবার,২৩নভেম্বর,২০১৯ঃ পিরোজপুর জেলা প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পিরোজপুরে সমাবেশ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার সকালে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড, আবুল কালাম আকন, সহ-সভাপতি সৈয়দ সাবি¦র আহমেদ, সহ-সভাপতি আ: ছালাম বাতেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, সহ- সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা মৎস্যজীবী দলের তরিকুল ইসলাম নজিবুল, জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রুবেল, সহ-সভাপতি খাইরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।
সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, চুরান্ত আন্দোলনের মধ্য দিয়ে দেশমাতার মুক্তির জন্য ঐক্যবদ্ধ হতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপরসন বেগম খালেদ জিয়ার জামিনে সরকার বাধা দিচ্ছে। সরকারের টালবাহানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে এ বাংলার সাধারণ জনগণ কখনোই তা ক্ষমা করবে না। খালেদ জিয়াকে নিয়ে কোনো মিথ্যাচার-অপপ্রচার ও কুৎসা না রটিয়ে আজই মুক্তি দিন। তার জামিনে কোনো বাধা দেবেন না। তার পছন্দমত হাসপাতালে তাকে সুচিকিৎসার নেয়ার সুযোগ দিন।