শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রথম অধিবেশন বেলা ১১টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন শাহবাগে। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতা নির্বাচন করা হয়।
কংগ্রেসে আসা নেতাকর্মীরা স্বচ্ছ ও যোগ্য নেতৃত্ব আসবে বলে আশাবাদ করেন।
সংগঠনটির সর্বশেষ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০১২ সালে। এবারের কংগ্রেসে গঠনতন্ত্রে যুবলীগের বয়সসীমা ৫৫ বছর নির্ধারণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।