Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,২৩নভেম্বর,২০১৯ঃ তিন বছরের জন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ।
শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসের প্রথম অধিবেশন বেলা ১১টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন শাহবাগে। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতা নির্বাচন করা হয়।

কংগ্রেসে আসা নেতাকর্মীরা স্বচ্ছ ও যোগ্য নেতৃত্ব আসবে বলে আশাবাদ করেন।

সংগঠনটির সর্বশেষ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০১২ সালে। এবারের কংগ্রেসে গঠনতন্ত্রে যুবলীগের বয়সসীমা ৫৫ বছর নির্ধারণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।