Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
মুমিনুলদের ব্যাটিং বিপর্যয়ের ছবি দিয়ে কলকাতা পুলিশের প্রচারণা!

অনেকের গায়ে ভারতীয় বোলারদের বল আঘাত হানে। কারো হেলমেটও শিকার হয় বলের আঘাতের।

গোলাপি বলের সামনে ব্যাটসম্যানদের অসহায়ত্বের এমনই একটি মুহূর্তের ছবি দিয়ে প্রচারণায় নেমেছেন কলকাতা পুলিশ। কেউ বলছেন ট্রাফিক আইন মানতে অভিনব প্রচার চালিয়েছে পুলিশ। আর কেউ বলছেন অভিনব প্রচারণা বলতে আসলে বাংলাদেশি ব্যাটংম্যানদের বিদ্রুপ করা হয়েছে। আসলে কি বোঝানো হয়েছে সেটি এখন পরিষ্কার নয়।রবিবার কলকাতা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে একজন ব্যাটসম্যানের হেলমেটে গোলাপি বলের আঘাত লাগার দৃশ্যের ছবি পোস্ট করে ক্যাপশন দেয়া হয়েছে, ‘রাখে হেলমেট, মারে কে’!