
গত শনিবার বরিশাল সদর রোডে অবস্থিত রয়েল রেস্টুরেন্টে বিভাগীয় আইজিএ প্রশিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় আইজিএ প্রকল্পের ট্রেডের বরিশাল বিভাগের জেলা ও উপজেলা প্রশিক্ষকদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রশিক্ষক রফিক সানি। মতবিনিময় সভায় বরিশালের বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রশিক্ষকগণ সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। বরিশাল বিভাগের ঝালকাঠি ,বরগুনা , পটুয়াখালী ,ভোলা ,মনপুরা, দৌলতখান উপজেলা, বানারীপাড়া উপজেলা, বাবুগঞ্জ-,মুলাদী , উজিরপুর,মেহেন্দিগঞ্জ, গৌরনদী ,আগৈলঝাড়া, বিভিন্ন উপজেলার প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।আলোচনায় জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশিক্ষকগণ সরকারের এই আইজিএ প্রকল্পের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। এছাড়াও বলেন এই প্রকল্প প্রত্যেক নারীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলছেন ।একজন নারী তিন মাস ব্যাপী প্রশিক্ষণ ও ভাতা সহ সার্টিফিকেট নিয়ে নিজের পায়ে দাড়াচ্ছেন।
প্রত্যেক সুবিধাববঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে সচল করে তোলে ও অর্থনৈতিকভাবে লাভবান করতে এই প্রকল্প সক্ষম হয়েছে। আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের ধারাবাহিকতায় প্রত্যেক নারীর অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে ।এ প্রকল্পের আওতায় দেশের উন্নয়নে ভবিষ্যতে নারীদের ক্ষেত্রে ক্ষমতায়নে ও অর্থিক সচ্ছল করে গড়ে তুলতে দেশ ও জাতিকে আরও উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আইজিএ প্রকল্পের প্রশিক্ষকগণ সরকারের কাছে এই মহৎ প্রকল্প এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবী করেন।