Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,২৫নভেম্বর,২০১৯ঃবানারিপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে একটি উন্নয়ন প্রকল্প হচ্ছে আইজিএ প্রকল্প। যা মহিলাদের জন্য আয় বর্ধক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয় ।প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০১৮ সালের ১৫ এপ্রিল। এই প্রকল্প প্রত্যেক উপজেলায় দুটি ট্রেডে তিন মাসের প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে।
গত শনিবার বরিশাল সদর রোডে অবস্থিত রয়েল রেস্টুরেন্টে বিভাগীয় আইজিএ প্রশিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় আইজিএ প্রকল্পের ট্রেডের বরিশাল বিভাগের  জেলা ও উপজেলা প্রশিক্ষকদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রশিক্ষক রফিক সানি। মতবিনিময় সভায় বরিশালের বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রশিক্ষকগণ সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। বরিশাল বিভাগের ঝালকাঠি  ,বরগুনা , পটুয়াখালী ,ভোলা ,মনপুরা, দৌলতখান উপজেলা, বানারীপাড়া উপজেলা, বাবুগঞ্জ-,মুলাদী , উজিরপুর,মেহেন্দিগঞ্জ, গৌরনদী ,আগৈলঝাড়া, বিভিন্ন উপজেলার প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।আলোচনায় জেলা, উপজেলা ও বিভাগীয়  প্রশিক্ষকগণ সরকারের  এই আইজিএ প্রকল্পের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। এছাড়াও বলেন এই  প্রকল্প  প্রত্যেক নারীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী  করে তুলছেন ।একজন নারী তিন মাস ব্যাপী প্রশিক্ষণ ও ভাতা সহ সার্টিফিকেট নিয়ে নিজের পায়ে দাড়াচ্ছেন।
প্রত্যেক সুবিধাববঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে সচল করে তোলে ও অর্থনৈতিকভাবে লাভবান করতে এই প্রকল্প সক্ষম হয়েছে। আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের ধারাবাহিকতায় প্রত্যেক নারীর অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে ।এ প্রকল্পের আওতায় দেশের উন্নয়নে ভবিষ্যতে নারীদের ক্ষেত্রে  ক্ষমতায়নে ও অর্থিক সচ্ছল করে গড়ে তুলতে দেশ ও জাতিকে আরও  উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  আইজিএ প্রকল্পের  প্রশিক্ষকগণ সরকারের কাছে এই মহৎ প্রকল্প এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবী করেন।