
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটো ম্যাচের আয়োজন করছে বিসিবি। ভারতের তারকা ক্রিকেটারদের যাতে দুটো ম্যাচের জন্য ছাড়া হয় সেই ব্যাপারে আমরা বিসিসিআই-এর সঙ্গে কথা বলছি।’
দুটো ম্যাচের দিনক্ষণ স্থির হয়েছে ১৮ এবং ২১ মার্চ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ম্যাচ দু’টিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে বলে জানা গেছে।
বিশ্বকাপ সেমিফাইনালের পরে দেশের হয়ে আর খেলতে দেখা যায়নি ধোনিকে। তাকে নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। দেশের হয়ে কবে তিনি মাঠে ফিরবেন, তা নিয়েও চলছে অনন্ত জল্পনা। এর মধ্যেই এশিয়া একাদশের জন্য ধোনিকে চেয়েছে বিসিবি। এর আগেও এশিয়া একাদশের হয়ে ২০০৭ সালে খেলেছেন ধোনি। সে বার এশিয়া একাদশের সঙ্গে খেলা ছিল আফ্রিকা একাদশের। সিরিজের তৃতীয় ম্যাচে ৯৭ বলে ১৩৯ রান করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। এশিয়া একাদশ ৩-০তে সিরিজ জিতেছিল।
এ বার কি ভারত খেলতে পারবে? কোহালিদের ক্রীড়াসূচি বাধা হয়ে দাঁড়াবে না তো? সূচি অনুযায়ী, ১২ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ ম্যাচটি হবে ১৮ মার্চ। ফলে বিসিবি-র অনুরোধে সেই সময়ে ভারতীয় তারকা ক্রিকেটারদের ছাড়াও হতে পারে।