খােলাবাজার২৪, শনিবার, ৩০নভেম্বর, ২০১৯ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ দৈনিক খোলা বাজার পত্রিকার ১৮বছরে পদার্পন ও ১৭ বছর পূতি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের ইন্দুরকানী প্রেস ক্লাব মিলনায়তনে শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খোলা বাজার পত্রিকার ১৮বছরে পদার্পন ও ১৭বছর পূতি উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্তে প্রধান অথিতি ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, বিশেষ অথিতি ছিলেন ইন্দুরকানী উপজেলার বিআরডিবির চেয়ারম্যান ফরিদ হোসেন।
এসময় বক্তব্য রাখেন খোলা বাজার ২৪.কম এর জেলা প্রতিনিধি গাজী আবুল কালাম, দৈনিক খোলা বাজার পত্রিকা ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি সাহিদুল ইসলাম শহিদ, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.আহাদুল ইসলাম (শিমুল), উপজেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি আল-আমীন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক খোলা বাজার পত্রিকা জেলা প্রতিনিধি নাছরুল্লাহ আল কাফী, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি শামিম হোসেন, মানুষের কল্যানে প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি মো.জিয়াউল হাসান (নয়ন), ইন্দুরকানী উপজেলা শ্রমিক পার্টি জেপি’র সভাপতি বাসার মৃধা, খায়রুল ইসলাম লাভলু প্রমুখ।
বক্তব্য শেষে দৈনিক খোলা বাজার পত্রিকার ১৮বছরে পদার্পন ও ১৭বছর পূতি উপলক্ষে দোয়া মাহফিল শেষ করে কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক খোলা বাজার পত্রিকার ১৮বছরে পদার্পন ও ১৭বছর পূতি উপলক্ষে উদযপন করা হয়।