Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,০৩ডিসেম্বর,২০১৯ঃ আজকাল অনেকেই চুল করতে পছন্দ করেন। কিন্তু ঘন ঘন রং করলে চুল রুক্ষ হয়ে পড়ে। কারণ রংয়ে থাকা রাসায়নিকের প্রভাবে চুল আর্দ্রতা হারাতে শুরু করে চুল। যারা নিয়মিত চুলে রং করান, তাদের চুলের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এমনিতে যখন শ্যাম্পু করবেন, তখন অবশ্যই রঙিন চুলের জন্য বিশেষ কন্ডিশনার ব্যবহার করা উচিত। কন্ডিশনার দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করুন। তারপর চুল ধুয়ে ফেলুন। ডাই করার পর অন্তত তিনদিন চুল ধোয়া বা শ্যাম্পু করা থেকে বিরত থাকুন। এ ছাড়া রং করলে চুলের আরও যেভাবে যত্ন নেওয়া যায়-

১. খুব বেশি গরম পানি চুলে দেবেন না।

২ . কন্ডিশনার দিয়ে ধোওয়ার সময় স্বাভাবিক তাপমাত্রার পানি মাথায় ঢালুন।

৩. প্রতিদিন চুলে শ্যাম্পু দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং একদিন পর পর শ্যাম্পু ব্যবহার করুন।

৪. চুল খুব রুক্ষ লাগলে শ্যাম্পু ব্যবহার না করেও কন্ডিশনার লাগাতে পারেন।

৫. প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে দই আর মধুর প্যাক খুব ভালো। এই মিশ্রণ চুলে লাগিয়ে এক ঘণ্টা রাখুন, তার পর হালকা কোনও শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।

৬. চুলের যত্নে ডিমের কুসুম, মধু আর অলিভ অয়েলের প্যাকও ব্যবহার করতে পারেন।

৭. নারকেল তেল, আমন্ড অয়েল বা অলিভ অয়েল হালকা গরম করে চুলে লাগান। এরপর গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে চুল মুড়ে রাখুন। এতে তেলের পুষ্টিটা চুলের একেবারে গোড়া পর্যন্ত পৌঁছে যাবে। পরদিন হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

৮. রং করা চুল যদি রুক্ষ হয়ে যায়, তা হলে কিছুদিন চুলে হিট দেয়া, আয়রন করা বাদ দিতে হবে।