খােলাবাজার২৪, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯ঃ ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনেরেখে আগামী ৭-১২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯’।
এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে অত্যন্ত আনুষ্ঠানিকতার সাথে সপ্তাহটি উদযাপন করা হবে।
আনুষ্ঠানিক তার মধ্যে অ্যাডভোকেসি সভা, প্রেসব্রিফিং, সেবাকেন্দ্রহতে বিশেষ সেবাপ্রদান, অডিও ভিডিও চলচ্চিত্র প্রদর্শনী, টিভি চ্যানেলে স্ক্রলিং-এর মাধ্যমে বার্তা প্রচার, ইলেকট্রনিক মিডিয়ায় ডকুমেন্টরি প্রচার ইত্যাদি।
এ উপলক্ষে বাংলাদেশ বেতারে জিংগেল ও প্রচারিত হবে। কেন্দ্রীয় ভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় ভাবে সুবিধা জনক ভেন্যুতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং- এর আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক এমপি গণমাধ্যম ব্যক্তি বর্গের উপস্থিতিতে ব্রিফিং এ সেবা ও প্রচার সপ্তাহের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, ইউএনএফপিএ’র প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশে ৮ টি বিভাগ, ৬৪ টি জেলা, ৪৮৮ টি উপজেলা, ৬০টি মা-শিশু কল্যাণ কেন্দ্র, ৪০০৮ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অর্থাৎ মোট ৪৬২৮ টি সেবা কেন্দ্র থেকে একযোগে পালিত হবে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯’।