খােলাবাজার২৪, শুক্রবার, ০৬ডিসেম্বর ২০১৯ঃ দেশের বাহিরে থেকে উড়োজাহাজে করে উড়িয়ে আনার পরও পেঁয়াজের দাম না কমায় সেই আমদানি করা পেঁয়াজ কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেছেন, ‘আপনারাই তো বলেছেন পেঁয়াজ নাকি প্লেনে করে আসছে, সেই পেঁয়াজ কই?’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক নারী ঐক্যের মানবন্ধনে সরকারের উদ্দেশে প্রশ্ন রাখেন মান্না।
জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘গত ৫০ বছরেও পেঁয়াজ নিয়ে এমন ঘটনা ঘটেনি। পেঁয়াজের যেভাবে মূল্য বেড়েছে এটা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আপনারাই তো বলেছেন পেঁয়াজ নাকি প্লেনে করে আসছে, সেই পেঁয়াজ কই? এলে তো মূল্য কমতো।’
গত সেপ্টম্বের শেষের দিকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। এতে করে দেশের বাজারে পেঁয়াজের দাম ক্রমশই বাড়তে থাকে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পন্থায় পেঁয়াজের দামের লাগাম টেনে ধরার চেষ্টা করা হয়। কিন্তু তাতেও ভাগে আসে না পেঁয়াজের ঝাঁজ। অবশেষে দেশের বাহিরে থেকে বিমানযোগে পেঁয়াজ নিয়ে আসার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু তাতেও বাজারে দাম তেমন কমছে না।
ঢাকার খুচরা বাজারে শুক্রবার দেশি পুরোনো পেঁয়াজ কেজিপ্রতি ২৪০ থেকে ২৫০ টাকা, নতুন পেঁয়াজ ১৯০ থেকে ২০০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ২২০ থেকে ২৩০ টাকা, চীনা ভালো পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা ও মিসরীয় পেঁয়াজ মানভেদে ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়।
এ সময় মান্না অভিযোগ করেন মধ্যপ্রাচ্যে নির্যাতনের শিকার হয়ে নারী গৃহকর্মীদের মৃত্যুতে সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের মা-বোনেরা নির্যাতিত হচ্ছেন। ধর্ষণের শিকার হয়ে শেষ পর্যন্ত তারা মারা যাচ্ছেন। এসব সরকার ও তাদের মন্ত্রীদের নজর কাড়ছে না। তারা এটাকে বড় কোনো ঘটনাই মনে করছেন না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির নিয়েও কথা বলেন মান্না। বলেন, ‘আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন। এরপরও তারা রিপোর্ট জমা দিতে ব্যর্থ।’
সরকার বিদ্যুতের মূল্য বাড়ানোর পাঁয়তারা করছে বলেও অবিযোগ করেন নাগরিক ঐক্যের এই নেতা।