Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, শুক্রবার, ০৬ডিসেম্বর ২০১৯ঃ ফাইভ জি কানেক্টিভিটিসহ নতুন তিনটি স্ন্যাপড্রাগন চিপসেট আনলো কোয়ালকম। কোয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮৬৫ অবমুক্ত করা হয়। স্ন্যাপড্রাগন ৮৫৫ এবং স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাসের উত্তরসূরি স্ন্যাপড্রাগন ৮৬৫।

এই চিপসেটে থাকছে এক্স৫৫ ফাইভ জি মোডেম সাপোর্ট। আগের থেকে ২৫ গুণ দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেস করতে পারবে এটি। ২০২০ সালের শুরুতে শাওমি, অপো ও জেটিই ফ্ল্যাগশিপ ফোনে এই চিপসেট ব্যবহার হবে।

ফ্ল্যাগশিপ চিপসেট ছাড়াও মঙ্গলবার ফাইভ জি কানেক্টিভিটিসহ দুটি নতুন মিডরেঞ্জ চিপসেট লঞ্চ করেছে মার্কিন কোম্পানিটি। এই চিপসেট দুটি হল স্ন্যাপড্রাগন ৭৬৫ এবং  স্ন্যাপড্রাগন ৭৬৫ জি। ২০২০ সালের এইচএমএডি গ্লোবালের নকিয়া ফোনে এই চিপসেট দেখা যাবে।