খােলাবাজার২৪, শনিবার, ০৭ডিসেম্বর ২০১৯ঃ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯’ কেন্দ্রীয় ভাবে শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হলো মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আজিমপুরে।
উদ্ভোধনি অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন পায়রা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করেন। একই বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ এ বর্ণিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ. খ. ম. মহিউল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম এর পরিচালক ডা: আশরাফুন্নেসাসহ অধিদপ্তরের অন্যান্য পরিচালক, কর্মকর্তা, এমসিএইচটিআই এর সকল কর্মকর্তাবৃন্দ।
এবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হলো- ” পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীণ মাতৃত্বরোধ করি”। সমাজের সকল স্তরের জনগণের আন্তরিকতাই পারে কিশোর -কিশোরীর জীবনকে সুস্থ ও নিরাপদ রাখতে, সেইসাথে মা ও শিশুর জীবনকে সমুন্নত রাখতে।