Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯ঃ  দুর্নীতির অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের পদত্যাগ দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

রোববার দুপুরে ডাকসুর ছাত্রলীগ প্যানেলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ হারানো এই নেতা।

রাব্বানী সংবাদ সম্মেলনে বলেন,  নুরুল হক ডাকসুর সর্বোচ্চ পদ স্পষ্টভাবেই বিতর্কিত ও কলঙ্কিত করেছেন। আমরা ডাকসু পরিবার এই অপকর্মের দায়ভার নিতে রাজি নই৷ আমাদের আহ্বান, ডাকসুর ভিপি পদকে আর বিতর্কিত না করে নুরুল যেন অনতিবিলম্বে পদত্যাগ করেন৷

ডাকসু সাধারণ সম্পাদক বলেন, আমরা ডাকসুর সভাপতির প্রতি আহ্বান জানাই, নুর যদি পদত্যাগ না করেন তবে নৈতিক স্খলনের কারণে তাকে যেন ডাকসুর ভিপি পদ থেকে বহিষ্কার করা হয়।