খােলাবাজার২৪,মঙ্গলবার,১০ডিসেম্বর,২০১৯ঃ নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ মঙ্গলবার শুরু হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি।
এই বিশ্ব আদালতে শুনানি শুরুর প্রাক্কালে গণহত্যার ন্যায়বিচার চেয়েছেন নিপীড়িত রোহিঙ্গারা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিবিরগুলোতে রোহিঙ্গারা ন্যায়বিচারের জন্য প্রার্থনা করছেন। আবার কেউ কেউ টুইটারে পোস্ট করেছেন, ন্যায়বিচারের জন্য আজ রোজা থাকবেন তারা। খবর রয়টার্সের
মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা ২২ বছর বয়সী হাসিনা আরও দু’জন ভুক্তভোগীসহ সোমবার পৌঁছেছেন হেগে শহরে।
তিনি রয়টার্সকে বলেন, মিয়ানমার সেনাবহিনীর দ্বারা ধর্ষণের শিকার নারীদের মধ্যে তিনিও একজন। তার চোখের সামনে স্বজনদের হত্যা করা হয়েছে।
মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হওয়ায় হাসিনা খুশি। তিনি বলেন, আন্তর্জাতিক কমিউনিটির সহায়তায় আমরা ন্যায্যবিচার চাই।
এদিকে জাতিসংঘ আদালতে শুনানি উপলক্ষে হেগে টানা তিন দিন বিক্ষোভের ডাক দিয়েছে রোহিঙ্গা সংগঠনগুলো। মিয়ানমার সরকার সমর্থকরাও সেখানে সমাবেশ করবে।