Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে আসছেন। সবশেষ আইপিএলে দুর্দান্ত পারফরম করেন তিনি। আশা করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলেও মাঠ মাতাবেন তিনি।

আন্দ্রে রাসেল জাতীয় দলের হয়ে একটি টেস্ট, ৫৬ ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১ হাজার ৫০১ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে জাতীয় দলের হয়ে ১০৪ ম্যাচে শিকার করেছেন ৮৬ উইকেট।

এছাড়া ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ৩০৬ ম্যাচ খেলে ২৬.১০ গড়ে দুটি সেঞ্চুরি ও ১৭টি ফিফটির সাহায্যে ৫ হাজার ৬৫ রান সংগ্রহ করেছেন রাসেল। আর বল হাতে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টিতে শিকার করেন ২৭৬ উইকেট।

বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে খেলবেন-লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, মিনহাজুল আবেদীন আফ্রিদি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, নাহিদুল ইসলাম ও ইরফান শুক্কুর।

বিদেশি: মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল।